অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

(Last Updated On: )

দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- হাবিবুর রহমান হাবিব, মনিরুল ইসলাম মুন্না, সোহেল, মো. আক্তার, প্রদীপ, সুজন, নুরুল হক ও আলী আজগর।

সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও পিরোজপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সুইচ গিয়ার, রামদা, ছোরা, লোহার রড, টর্চ লাইট, মুখোশ, মোবাইল ও হাতুড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box