সবারবাংলা প্রতিবেদক
(Last Updated On: )বাংলাদেশি আমেরিকান মো. দিদার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এসিএমইউএ-র পর্ষদ পুনর্গঠন সভায় তিনি এই পদে নির্বাচিত হন। উল্লেখ্য, তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি এই পদে নির্বাচিত হলেন।
মো. দিদার বিএনপি অব নিউ জারসি স্টেটের (সাউথ) সদস্য সচিব। এছাড়া তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে নিরলসভাবে কমিউনিটি সেবায় নিয়োজিত আছেন।
সবারবাংলা/ এসআই
Facebook Comments Box