মাহে রমজান প্রতিটি ঈমানদারকে আলোকিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায়। রমজান সামাজিক সহমর্মিতা ও ভাতৃত্ববোধ সৃষ্টি করে বলে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মন্তব্য করে গেছেন। সরকারের ধারাবাহিক ব্যর্থতার কারণে দেশে যে নৈরাজ্য ও হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকে পরিত্রাণের উপায় মহানবীর এ হাদিসের মধ্যেই আছে। দেশের ঘনীভূত সংকট মোকাবেলায় দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরী।
শনিবার ফেনী সমিতি মিলনায়তনে দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান , বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, বিশিষ্ট রাজনীতিবিদ শামীম সাঈদী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালাল উদ্দিন, , এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, এনডিএম সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা এবং দলীয় নেতৃবৃন্দের মাঝে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, অতি: মহাসচিব আকবর হোসেন পাঠান প্রমুখ।
নেতৃবৃন্দ নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের মাঝে সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং জনগণের ঈদযাত্রা নিবিঘ্ন করার সকল প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবদুর রব ইউসুফী।