চরফ্যাশন উপজেলার টিম চিলেকোঠার পুর্নাঙ্গ কমিটি গঠন

নাদিম হোসেন খানঁ, চরফ্যাশন

(Last Updated On: )

স্বেচ্ছাসেবী সংগঠন “টিম চিলেকোঠা চরফ্যাশন উপজেলার পুর্নাঙ্গ কমিটি সংগঠন করা হয়েছে। এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে নতুন সভাপতি হলেন, মোঃ নাদিম হোসেন এবং সাধারন সম্পাদক : জিহাদ হোসেন রনি। এছাড়া, সহ সভাপতি: শরন মজুমদার, আজাদ তালুকদার, ইমরান হোসেন সুমন, আফসারুল ইসলাম হারুন এবং হাসনাইন হাসিব। সহ সাধারন সম্পাদক:মেহেদি সাহরিয়ার, অন্তর মজুমদার, তানজিম হাসান,মাহবুব আলম, তোহিদ হাসান, মাহফুজ মীর সৈকত,মাহফুজুর রহমান,রমিজ উদ্দিন রাজা এবংবদরুল ইসলাম শামি ।সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদুল ইসলাম রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম হৃদয়, আরিয়ান শাকিল, জিহাদ হোসেন নিলয়,জাকির হোসেন, আহম্মেদ রাকিব
প্রচার সম্পাদক: আশিকুর রহমান জিকু,ক্রীয়া বিষয়ক সম্পাদক: সাহেদ আলী রিপন, মহিলা টিম লিডার: আফিয়া লাকি ও শাবনুর বেগম । শিক্ষা বিষয়ক সম্পাদক: ফারজানা আফরোজ শখি । স্বাস্থ্য বিষয়ক: সিমা আফরিন নির্বাহী সদস্য: সাকির লিমন, অনিকা দে দিপা,মোঃ আল আমিন, শিশির মাহমুদ।

উল্লেখ থাকে যে, করোনা প্রথম আবির্ভারের পর থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ । সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি,মাস্ক বিতরণ, ঘুর্নিঝড়, সাইক্লোন,দুর্যোগ মোকাবেলায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া, করোনা টিকা কর্মসূচিতে সহযোগিতা করা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, রক্তদানের কার্যক্রম সহ অনেক স্বেচ্ছাসেবী মুলক কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন কারী সংগঠন “টিম চিলেকোঠা” ।

সংগঠনের উপদেষ্টা মন্জুরুল আলম সায়েম এবং ইউছুফ হোসাইন ইমন জানান, টিমের কাজের গতিশীল করার জন্য পুর্নাঙ্গ কমিটি দেওয়া হয়েছে এজন্য ২ বছর অপেক্ষা করতে হয়েছে,এছাড়াও চরফ্যাশনে ১৬ টি ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে বাকি গুলো চলমান, সংগঠনটির কোন প্রকার ফান্ড বা ডোনার নেই। সকল সদস্য নিজেদের খরচে চলে এবং স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে আছে বলেই চরফ্যাশনে সংগঠনটি সবার ভালবাসার পাচ্ছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box