পোশাক কারখানায় ভয়াবহ আগুন

(Last Updated On: )

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি পোশাক করাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ থানার টেকনিক্যাল মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আনিসুর রহমান বলেন, সকাল পৌনে ৮টার দিকে টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিটের ১০টি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box