বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

(Last Updated On: )

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার রাত ৯টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ১৫ কিমি পূর্বদিক থেকে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, গত ১ ডিসেম্বর ১৩ জেলেসহ একটি ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এ সময় আকস্মিকভাবে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এর পর থেকে তারা সমুদ্রেই ভেসে ছিলেন। খবর পেয়ে ভাসানচর আশ্রয়ণকেন্দ্রের কোস্টগার্ডের একটি দল জেলেদের উদ্ধার করে।

ভাসানচর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মো. শাওন বলেন, উদ্ধার করা জেলেরা এখন সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box