বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো আফগানিস্তান

(Last Updated On: )

বাংলায় একটা প্রবাদ আছে—দিল্লি বহু দূর। সাধারণত কেউ যদি কোনো কিছু একেবারে সহজভাবে নেয়, সেক্ষেত্রে এই প্রবাদটা ব্যবহার করা হয়। এটা নিশ্চিতভাবেই ইংল্যান্ডের কেউ কখনো শোনেনি। তাদের জানার কিংবা বোঝারও কথা নয়। তবে আফগানিস্তানের বিপক্ষে জস বাটলারদের হারের পর এই প্রবাদ বাক্য প্রসঙ্গিক হয়ে উঠেছে। খাতা-কলমে না হোক, ব্যাটে-বলে আজ রশিদ খানরা ইংলিশদের বুঝিয়ে দিয়েছেন— দিল্লি বহু দূর!

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন আদিল রশিদ।

জবাবে ৪০ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড। ৬৯ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ম্যাচ।

Facebook Comments Box