জাপানের একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে দেশটির উত্তর নিগাতা প্রিফেকচার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশটির পুলিশ বলেন, আগুন লাগার সময় সেখানে ৩০ জনের মত শ্রমিক ছিলেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। দু’জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজা হচ্ছে। হতাহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আট ঘণ্টা ধরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। কারখানাটি সানকো সেইকার মালিকানাধীন জাপানের সবচেয়ে বড় রাইস ক্র্যাকার প্রস্তুতকারক।
সবারবাংলা/এসআই
Facebook Comments Box