সবারবাংলা প্রতিবেদক
(Last Updated On: )দেশের ট্রাভেল এজেন্সিগুলোর সর্বোচ্চ সংস্থা অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশের (আটাব) দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন আগামীকাল বুধবার। ঢাকার ইস্কাটনে পুলিশ কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশের ট্রাভেল এজেন্সিগুলোর এই সংগঠনের সাড়ে তিন হাজার সদস্যের মধ্যে ২ হাজার ৩০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
এবারের নির্বাচনে ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বে আটাব সম্মিলিত ফোরাম এবং সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বে আটাব গণতান্ত্রিক ঐক্যফোরাম প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে ঢাকা জোনের জন্য ১৭ জন এবং চট্টগ্রাম ও সিলেট জোনের জন্য ছয়জন করে নির্বাচিত হবেন। বেশ কয়েকদিনের ধারাবাহিকতায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। রোববার রাতে দুই ফোরামেরই আলাদা প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছে, এ বছর তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরাম ট্রাভেল এজেন্সিগুলোর অধিকার নিশ্চিত করার এবং কার্যক্রমে স্বচ্ছতা আনার অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। অন্যদিকে এসএম মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট বিমান ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছে। তৌফিক উদ্দিন আহমেদ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার প্রতি সমর্থন জানিয়েছেন আটাবের বর্তমান সভাপতি মনসুর আহমেদ কালাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এবং হাবের সাবেক সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ মজুমদার।
মঞ্জুর মোর্শেদ মাহবুবের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আটাবের সাধারণ সদস্যরা। অভিযোগের কারণে গত নির্বাচনে মাহবুবের প্যানেল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি। তাদের অভিযোগ, মাহবুব সভাপতির দায়িত্বে থাকাকালে ২০১৯ সালে আটাব অনলাইন লিমিটেড নামে একটি এজেন্সি খুলে শতাধিক ব্যক্তির কাছে থেকে প্রায় ৩ কোটি টাকা শেয়ার বাবদ নেন। কিন্তু সরকার কোন এসোসিয়েশনের নামে কোন এজেন্সির অনুমোদন দিতে রাজি না হওয়ায় সেই উদ্যোগ ভেস্তে যায়। যদিও তিন বছরে কোন শেয়ার হোল্ডার তাদের টাকা ফেরৎ পাননি। এ বিষয়ে মন্ত্রণালয় ও আটাবে তারা লিখিত অভিযোগও করেন। বিষয়টি নিয়ে আটাব সদস্যদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ রয়েছে। ফলে এর প্রভাব নির্বাচনে পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার রাতে সোনারগাও হোটেলে জাকজমপূর্ণ আয়োজনে আটাব সম্মিলিত ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়। আটাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইয়াকুব শরাফতীর সভাপতিত্বে এবং ফরিদ আহমদ মজুমদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্যানেল প্রধান তৌফিক উদ্দিনসহ সকল প্যানেল সদস্যদের পরিচায় করিয়ে দেন। তিনি দুর্নীতিমুক্ত আটাব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল আটাব নির্বাচনে সম্মিলিত ফোরামকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার অনুরোধ জানান।
একই রাতে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিয়ার্স ইনস্টিটিউশনে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আটাবের সাবেক মহাসচিব জিন্নুন আহমেদ চৌধুরী দিপু। প্যানেল প্রধান আটাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব প্যানেল সদস্যদের পরিচায় করিয়ে দেন। তিনি গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টকে পূণ প্যানেলে বিজয়ী করার অনুরোধ জানান।
সবারবাংলা/এসআই