মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পাশ করা এক শিক্ষার্থী মোটরসাইকেল দুঘর্টনায় নিহত হয়েছে। উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাজিদ হোসেন (১৭)। সে উপজেলার দক্ষিণ জাইল্যা গ্রামের সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে। সে এবার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় সাজিদ তার বন্ধু মামুনকে (১৬) নিয়ে মোটরসাইকেলযোগে চারিগ্রাম-বালুখণ্ড সড়কে ঘুরতে যায়। বেপরোয়া গতিতে ড্রাইভিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নুরুনীগঙ্গা গাজীখালী নদীর ব্রিজের পাশে একটি টিনের ঘরে ঢুকে পড়ে তাদের বাইকটি। এতে গুরুতর আহত হয় তারা।
পরে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। আহত মামুন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সবারবাংলা/এসআই