ভালো লাগার মতো অনেক বিষয় আছে : অর্ষা

(Last Updated On: )

লাক্স তারকা হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন নাজিয়া হক অর্ষা। এরপর কাজ করেন নাটক ও সিনেমায়। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রী কাজ করছেন জি ফাইভের নতুন ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’য়। এটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা সামিউর রহমান। অর্ষা ছাড়াও এতে আছেন ইয়াশ রোহান, সাফা কবির, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

অর্ষা জানান, গত রোববার থেকে ঢাকার অদূরে মুন্সীগঞ্জে ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে। এটি নির্মিত হচ্ছে ক্রাইম থ্রিলারধর্মী গল্পে। নারী প্রধান গল্প এটি। চলতি মাসের শেষ পর্যন্ত এর শুটিং চলবে। মুন্সীগঞ্জ ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু লোকেশনে কাজ হবে। আর চলতি বছর শেষদিকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে এটি মুক্তি পাবে।

তিনি বলেন, ‘আরও একটা ভালো গল্পে কাজ করছি। গল্পটি অসাধারণ। ওটিটির জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। এতে দর্শকের ভালো লাগার মতো অনেক বিষয় আছে। ছবিতে ভিন্ন এক রূপে দর্শকদের সামনে হাজির হবো। আশা করি, সবার ভালো লাগবে।’

Facebook Comments Box