রুশ বিমান হামলায় ইউক্রেনে নিহত ২২

(Last Updated On: )

যুদ্ধবিরতির পর আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। সুমি শহরে রুশ বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। বিবিসি জানায়, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

সুমির শহরের গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সারা রাত ধরে সেখানকার একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালায় রাশিয়া।

এই হামলাকে ‘গণহত্যা’ বলে ক্ষোভ জানিয়েছেন মেয়র। বিবিসিকে তিনি আরও বলেন, “এক রাতেই তিনটি বোমা আঘাত হানে। এটা ছিল ভয়াবহ এক রাত।

বিবিসির খবরে বলা হয়, শহরটির এক বাড়িতে নয়জন নিহত হয়েছে। ছয়টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও আরও অন্তত ২০টি বাড়ি এ হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার সতর্কতার পর প্রায় পাঁচ হাজার মানুষকে সুমি শহর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরপরই সেখানে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী।

Facebook Comments Box