নীলফামারীর ডিমলায় ট্রাকের সাথে মোটরসাইকেল চালক বিশ্বনাথ (৩৭) নামে এক ব্যক্তির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭-ডিসেম্বর) সকাল নয়টার দিকে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট পুরাতন থানা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ রায় ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিঁতপাড়া (ভাটিয়া পাড়া) এলাকার মিমানাথ রায়ের ছেলে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের ট্রাকটি নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিলো অপরদিকে ডিমলা থেকে নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে বাবুরহাট পুরাতন থানা এলাকায় মটরসাইকেল আরোহী বিশ্বনাথ রায়ের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যান।
ডিমলা থানার ডিউটি অফিসার জেসমিন কতার জানান, ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং চালক পলাতক রয়েছে।
সবারবাংলা/এসআই