সহকারী পুলিশ সুপার হলেন ২৬ পুলিশ পরিদর্শক

(Last Updated On: )

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে ২৬ পুলিশ কর্মকর্তা। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে ২২ জন এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে ৪ জন সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে।

রোববার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ২২ জন কর্মকর্তাকে এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে কর্মরত ৪ জন কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

Facebook Comments Box