নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ১১৭ ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সেই প্রেক্ষাপটে নিজ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) এসেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘ ৩৭ বছর পর স্থানীয় সন্তান বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আজ চরফ্যাশন সদর রোডে লক্ষাধিক লোক বরণ করে নেন তাদের প্রিয় সন্তানকে।
সরেজমিনে দেখা যায়, আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেলে নয়ন চরফ্যাশন পৌঁছালে চরফ্যাশনের স্থানীয় লক্ষ লক্ষ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে,সেই ধারাবাহিকতায় নয়ন চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।
চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন,যুবদল আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, গত ৩৭ বছরে চরফ্যাশনের বিএনপি’র নেতাকর্মীরা স্থানীয় এমপি প্রার্থী পাননি, এবার আগামী সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে,আজ নিজ এলাকার সন্তান এমপি প্রার্থী হিসেবে লক্ষাধিক মানুষ চরফ্যাশন সদর রোডে তাকে বরণ করে নেন, তাই তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।
















