বিএনপির প্রার্থীকে জামায়াত প্রার্থীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

বি-বাড়ীয়া:৪ আসনে বিএনপি থেকে চূড়ান্ত নমিনেশন পাওয়ায় জনাব মুশফিকুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াত মনোনিত প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি বলেন,আমার সৌভাগ্য দেশের একজন প্রবীণ মুরুব্বীর সাথে নির্বাচন যুদ্ধে অংশ গ্রহণ করবো। আমরা আমাদের ভাবনা জনগণের সামনে তুলে ধরবো।জনগণ তার দৃষ্টিতে যিনি ব্যক্তি জীবনে সৎ,যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু সে ধরনের নেতৃত্ব তারা বাছাই করে নিবে।

আতাউর রহমান সরকার বলেন, গণতন্ত্রের সুন্দর্য হলো অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। আমি আশা করবো কসবা-আখাউড়ায় এবার ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে। দিন শেষে আমরা সবাই কসবা-আখাউড়ার সন্তান।আমি আশা করবো; পারষ্পরিক শ্রদ্ধাবোধ, সব দল ও মতের মানুষকে নিয়ে বুঝাপড়া করে চলতে পারবো আমরা।যা এই জনপদের দীর্ঘ সময়ের ঐতিহ্য ।

Facebook Comments Box