করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু

(Last Updated On: )

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে প্রায় ১৬ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জন। আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জনের। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৫ জন। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৮৪২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ১২ লাখ ২০ হাজার ৩৭৫ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৪ হাজার ২৭২ জনের।

সবারবাংলা/এসাআই

Facebook Comments Box