চরফ্যাশনে চিনা বাদাম ফলনে কৃষকের মুখে হাসি

নাদিম হোসেন খান, (ভোলা) চরফ্যাশন

(Last Updated On: )

চিনাবাদাম বিশ্বের অন্যতম প্রধান তৈলবীজ ফসল। বাংলাদেশে চীনাবাদাম বৃহত্তম জনগোষ্ঠীর খাদ্য তালিকায় উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ আমিষ সমৃদ্ধ খাদ্য উপাদান। বর্তমানে বাংলাদেশে যা চীনাবাদাম উৎপাদিত হয় তা চাহিদার এক-তৃতীয়াংশ মাত্র।

চিনা বাদামের চাষ করেছেন, ভোলার দক্ষিণ মাদ্রাজ এওয়াজপূর ৯ নং ওয়ার্ডের কৃষক হেল্লাল উদ্দিন (৬২)। তিনি প্রায় ১৫ বছর ধরে কৃষি কাজ করেন। আর চিনা বাদামের চাষ করেন গত তিন বছর ধরে। অন্যান্য বছর লাভবান হওয়ায় এবছর ও প্রায় ৩২ শতাংশ জমিতে চিনা বাদামের চাষ করেছেন। শুরুতে জমিতে তিনটি চাষ দিয়ে, এর পর সার দিয়ে মই দিয়েছেন। পৌষমাসে বাদাম রোপন করেছেন। রোপনের পরে ফসল আসতে তিন থেকে চার মাস সময় লাগবে। মাত্রই গাছে ফুল এসেছে, বাদাম গাছের পরিস্থিতি মোটামুটি ভালো তাই তিনি বলেন যে ফলন আশানুরুপ ভালোই হবে।

Facebook Comments Box