টিকা না নিলে জনসম্মুখে আসা যাবে না

(Last Updated On: )

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতও কোভিড সংক্রান্ত নীতিমালা কঠোর করেছে। ইতোমধ্যে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সেই পদাঙ্ক অনুসরণ করে হারিয়ানাতেও জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। পাশাপাশি করোনার টিকা না নিলে জনসম্মুখে আসার ব্যাপারে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর শুক্রবার জানিয়েছেন, শপিং মল, রেস্টুরেন্ট, ব্যাংক, কাঁচা বাজারের মতো জন সমাবেশে আসতে হলে অবশ্যই করোনার দুইটি টিকা নিতে হবে। এবং দুইশ’ জনের বেশি মানুষ এক জায়গায় সমবেত হওয়া যাবে না। আগামী ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে উত্তর প্রদেশে বিয়ে কিংবা কোনো ধরনের জন সমাবেশে দুইশ’ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না এবং যেকোনো জন সমাবেশে অংশগ্রহণকারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে বলে উত্তর প্রদেশের সরকার নির্দেশনা জারি করেছে।

এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের ‘মাস্ক ছাড়া পণ্য বিক্রি নয়’ নীতি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন বলে প্রাদেশিক সরকারি সূত্রে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশেরও ওমিক্রন ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

ভারতে এ পর্যন্ত ৩৫৮ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

করোনা মহামারির নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ড. হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।

গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্ট ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রণ ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box