রাজধানীর উত্তরায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল রানা (১৯), জয়নাল আবেদীন (২৮), মইনুল হোসেন (২৬), সুমন আলী (৩০) ও মাসুম আলী (৩৬)।
গতকাল বৃহস্পতিবার রাতে ডিএমপির উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের এডিসি তাপস কুমার দাসের নেতৃত্বে ওসি জহিরুল ইসলাম, ইনস্পেকটর অপারেশন মোখলেছুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য উত্তরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ সুত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৫ আসামি গত ২৪ ডিসেম্বর উত্তরায় একটি নির্মাণাধীন বাড়িতে এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। সে সময় তার ব্যাগে থাকা ২টি মোবাইল, কানের দুল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা।
সবারবাংলা/এসআই
Facebook Comments Box