শরীয়তপুরের নড়িয়ায় পুলিশ ও বাদীপক্ষের ধাওয়ায় অসুস্থ হয়ে ইতালি প্রবাসী এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ডিঙ্গিমানিক ইউনিয়নের পন্ডিতসার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চান মিয়া হাওলাদার ওই এলাকার মৃত ফজল হক হাওলাদারের ছেলে।
নিহতের ভাতিজা অন্তর ইসলাম জানান, গত বুধবার নড়িয়া বাজারে চান মিয়া হাওলাদারের সঙ্গে একই উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নলতা গ্রামের রুবেল সরদার ও নিতিরা গ্রামের তুহিন পেদার কথাকাটাকাটি হয়। এ ঘটনায় তারা দুজন চান মিয়া হাওলাদারকে মারধর করেন। সেই সঙ্গে থানায় একটি অভিযোগও করেন।
তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়িয়া থানার এসআই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিন অভিযোগকারী রুবেল সরদার ও তুহিন পেদাকে সঙ্গে নিয়ে চান মিয়া হাওলাদারের বাড়িতে যান। এ সময় পুলিশ ও অভিযোগকারী দুজনকে দেখে চান মিয়া হাওলাদার দৌড় দিলে তারা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে হুয়ারপাড় বিলে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় এসআই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিন তাকে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘড়িসার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়িয়া থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।