নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রওশন আলী নামে এক প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর বাড়িতে থাকা দুটি গবাদি পশু ও তিনটি ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে পরিবারের দাবি। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
রওশন আলীর স্ত্রী জুলেখা আক্তার জানান, বুধবার ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে গবাদি পশুসহ তার তিনটি ঘরের ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় তিনি তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকম ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচেন।খবর পেয়ে সোনারগাঁও ফায়ার স্টেশন ও স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় এ কথা বলেই জুলেখা আক্তার কান্নায় ভেঙে পড়েন।
সোনারগাঁও ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।