বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

(Last Updated On: )

রাজশাহীর বেলপুকুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খয়েদ আলী (৪৫)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার গোলাপহাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি বাসের হেলপার। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, ঢাকাগামী নিউ ভাই ভাই পরিবহনের একটি বাস বেলপুকুর এলাকায় এক ট্রাক অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাক ধাক্কা দেন। এতে বাস-ট্রাকে থাকা ১৫-১৬ জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. খয়েদ আলীকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও দুটি ট্রাক জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করা হবে।

সবারবাংলা/এসাআই

Facebook Comments Box