জামালপুরের মেলান্দহ পৌরসভায় ঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের গোবিন্দপুর উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- জয়ফুল (৫০) ও তার মেয়ে স্বপ্না বেগম (২৫)। বাড়িতে শুধু মা-মেয়েই বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, জয়ফুলের স্বামী আঙ্গুর চৌধুরী অনেক আগেই মারা গেছেন। জয়ফুলের দুই ছেলে ও তিন মেয়ে আছেন। দুই ছেলে বিদেশে থাকে। বাড়ি পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা মা ও মেয়েকে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না তদন্তের পর জানা যাবে।
সবারবাংলা/এসআই
Facebook Comments Box