রাশিয়ার সঙ্গে আলোচনা করতে বেলারুশে ইউক্রেনের প্রতিনিধি দল

(Last Updated On: )

অবশেষে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধ-বিরতিসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য প্রতিবেশী বেলারুশের সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধিদল।

আল জাজিরা জানায়, ইউক্রেনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাসহ কয়েকজন মন্ত্রী প্রতিনিধি দলে রয়েছেন। প্রাথমিকভাবে আলোচনার মূল বিষয় হচ্ছে-অবিলম্বে যুদ্ধ-বিরতি ও ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করা। যদিও উভয় দেশের প্রতিনিধিরা শর্তহীনভাবেই আলোচনায় মিলিত হবেন বলে জানিয়েছে আল জাজিরা।

গত ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজাণ্ডার লুকাশেনকোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারপর তিনি আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

যদিও এর আগে বেলারুশে আলোচনায় সম্মত ছিল না ইউক্রেন। কারণ বেলারুশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া, রাশিয়ার সঙ্গে বেলারুশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। তারপর বৃহস্পতিবার পুতিনের সামরিক অভিযান শুরুর পর বেলারুশের সীমান্ত থেকে রুশ বাহিনী ইউক্রেনে হামলা করেছে বলে অভিযোগ করেছিল প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইসরায়েলের মধ্যস্থতায় আলোচনার আহ্বান জানিয়েছিল ইউক্রেন। কিন্তু রাশিয়া সে প্রস্তাবে সাড়া না দেওয়ায় কোনো আলোচনা হয়নি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box