ধান কাটতে রাজি না হওয়ায় খাইরুল ইসলাম (২৯) নামের এক কৃষি শ্রমিক কে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম মাখনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম ১৮ বছর ধরে স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন হিসাবে খেদমত করে আসছেন। ধান কাঁটার মৌসুমে দৈনিক মজুরীতে দল বেধে ধান কাটার কাজ করেন তিনি। মাখনা গ্রামের দুলাল ও হক মিয়ার সাথে একই গ্রামের এলাই মিয়ার জমি সক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধপূর্ণ জমির ধান কাটার জন্য দুলাল ও হক মিয়া বুধবার রাতে খাইরুল ইসলামকে বলেন। বিরোধ থাকায় জমির ধান কাটবে না বলে অপারকতা প্রকাশ করে খাইরুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয় দুলাল ও হক মিয়ার লোকজন। বৃহস্পতিবার সকালে খাইরুল ইসলাম হাওরে অন্যের জমিতে ধান কাটতে যায়।
এ সময় হক মিয়া ও তার শ্যালক লিয়াকত আলী তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটতে চাপ দেয় খাইরুল ইসলামকে। তখন খাইরুল ইসলাম ধান কাটবে না বলে জানালে তাদের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে খাইরুলের হাতে থাকা ধান কাটার কাস্তে দিয়ে তাকে জবাই করে হত্যা করে হক মিয়ার লোকজন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খায়রুল ইসলাম নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।















