স্বাধীনতার পঞ্চাশ বছর

নার্গিস আক্তার

(Last Updated On: )

চট্টগ্রামের ফয়েজ নূরনাহার মিলনায়তন স্বাধীনতার ৫০ বছর উদযাপন ও শব্দকথনের প্রকাশনা উৎসব এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়েছেন কথা সাহিত্যিক ডক্টর আনোয়ারা আলম, বিশেষ অতিথি সাংবাদিক ওমর কায়সার, সভাপতি শিশু সাহিত্যিক রাশের রউফ, এছাড়া অনেক অনেক গুণী শিল্পী সাহিত্যিকের উপস্থিতে অনুষ্ঠান আলোকে উজ্জ্বল হয়ে উঠেছে। শব্দকথনের পাঁচটি বই এই বছর প্রকাশিত হয়েছে।

মীনা মনোয়ারার তিনটি বই চেতনায় বায়ান্ন, বিশ্বাসে একাত্তর ভালোবাসায় জাগ্রত ও গল্প নয় বেদনা। অমৃত লাল দত্তের তোমার বাস কোথা যে পথিক। ও সুরাইয়া আক্তার রিমা চিশতীর সংকলন ও সম্পাদনায় শতনারী পংক্তি মালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বই পাঁচটি প্রকাশিত করা হয়েছে।

চেতনায় বায়ান্ন বিশ্বাসে একাত্তর ভালোবাসায় জাগ্রত এই বইটিতে ভাষা আন্দোলন, স্বাধীনতা, ও সমসাময়িক ঘটনার উপর ৭১ টি কবিতা রয়েছে। নান্দনিক চেতনায় নারী- এই বইটিতে নারীদের সামাজিক জীবন যাপন, বৈষম্য ইত্যাদি নিয়ে ৭১ টি কবিতা। গল্প নয় বেদনা বইটিতে ৫টি ছোট গল্প রয়েছে। বর্তমান সময়ের পেক্ষাপট ও মুক্তিযুদ্ধের ঘটনা এই সব বিষয়কে ভিত্তি করে গল্পগুলো রচনা করা হয়েছে। এ ছাড়াও অমৃত লাল দত্তের লেখা তোমার বাস কোথা যে পথিক বইটিতে ১০০ টি কবিতা রয়েছে।
আর এবারের সবচেয়ে বড় মূল আকর্ষণ হলো শতনারী পংক্তিমালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বইটিতে দেশ ও বিদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন বাংলা ভাষাভাষী নারী লেখকদের ১০০টি কবিতা নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে।
এছাড়াও আজকের অনুষ্ঠানের বিষয় আকর্ষণ হলো স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তিনজনকে সম্মাননা প্রধান করা। সাহিত্যে ডক্টর আনোয়ারা আলম, সাংবাদিক ওমর কায়সার ও শিশু সাহিত্যে রাসেদ রউফ। এই তিন জনেকে সম্মাননা প্রধান করা হয়।
উপস্থিত গুনি ব্যাক্তিবর্গ ছাড়াও। শব্দকথনকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক গুণীজন ভিডিও বার্তা পাঠিয়েছেন। অ্যামেরিকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরমাল ডীন মতলুব আলী, অ্যামেরিকার মিসিসিপি থেকে বিশিষ্ট অভিনেত্রী ডক্টর শায়লা খান। ভারতের কলকাতা থেকে নাট্যব্যক্তিত্য রামতনু সাবুদ। ভারতের আসাম লেখক ও প্রাবন্ধিক শুভ্র চক্রবর্তী। কানাডার টরন্টো থেকে নজরুল ফাউন্ডেশন কানাডা প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। এই এন সি গ্রুপ অব কম্পানিজ এর ফরমাল ম্যানেজার মাসকুর মিয়া টরন্টো থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

 

Facebook Comments Box