স্বাধীনতা দিবসে বিভিন্ন দূতাবাসের শুভেচ্ছা

(Last Updated On: )

৫১তম স্বাধীনতা দিবসে ঢাকায় অবস্থিত ভারত, যুক্তরাজ্য হাইকমিশন, মার্কিন, চীন দূতাবাসসহ বিভিন্ন মিশন শুভেচ্ছা জানিয়েছে। শনিবার (২৬ মার্চ) এ শুভেচ্ছা জানায় তারা।

ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই অসাধারণ দেশটি প্রতিষ্ঠায় বহু মানুষের ত্যাগকে স্মরণ ও সম্মান জানাতে আজ আমরা বাংলাদেশের সঙ্গে যোগ দিয়েছি।

রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সব বাংলাদেশির কল্যাণ, সমৃদ্ধি ও মানবাধিকারের প্রতি নিবেদিত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানান। ভারতীয় হাইকমিশন এক বার্তায় বলেছে, স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box