চরফ্যাশনে এম.ভি.সি’র উদ্যোগে ফুটবল ক্যাম্পিং’র উদ্বোধন

নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন

চরফ্যাশনে এম.ভি.সি’র উদ্যোগে ফুটবল ক্যাম্পিং’র উদ্বোধন নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। ভোলার চরফ্যাশনে আধুনিক সন্ধ্যা তারা ক্লাব (এম.ভি.সি) উদ্যোগে যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ৪টায় চরফ্যাশন ডাক বাংলো সংলগ্ন এম.ভি.সির নিজস্ব কার্যলয়ে এ ক্যাম্পিং’র শুভ উদ্বোধন করা হয়। তিন মাসের এই ক্যাম্পিং এ চরফ্যাশন উপজেলার ১২,১৩,১৪ ও ১৭ বছরের কিশোর শিক্ষার্থীর মধ্যে যাচাই-বাছাই করে ১২০ জন কিশোরকে এই যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিং সংযুক্ত করা হয়েছে। মাদক,ইভটিজিং এবং মোবাইল ফোন থেকে আসক্ত কমাতে ভোলার চরফ্যাশন উপজেলা এম.ভি.সি’র সভাপতি বর্তমান ইটালী প্রবাসী মোঃ সালমান রহমান সোহেল ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পৃষ্ঠপোষকতা জম্মস্থান মাটিতে এই উদ্যোগটি গ্রহন করায় প্রশংসা ভাসছেন। এম.ভি.সি’র সিনিয়র সহ-সভাপতি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম ফিদা হাসান। অন্যদের মধ্যে অনুষ্ঠানে এম.ভি.সি’র উপদেষ্টা যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, উপদেষ্ঠা সেচ্ছাসেবক দল সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ, উপজেলা ক্রীড়া সংঠনের সাবেক সম্পাদক মোঃ ফুয়াদ মিয়া, উপদেষ্টা ইব্রাহিম হাওলাদার, আশ্ররাফুল ইসলাম, এবং, অর্থ সম্পাদক রিপন,সাংগঠনিক সম্পাদক রাশেদ,সদস্য শাখাওয়াত হোসেন, জসিম,আওলাদ, মুজাহিদুল ইসলাম, জাহান সিকদারসহ এম.ভি.সি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, মাদকে বাংলাদেশের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে গেছে। এখন থেকে এদেরকে না ফেরালে পরবর্তি প্রজম্ম ফেরানো সম্বব নয় তবে এই মুহুত্বে খেলাধুলার দিকে শিশু এবং কিশোরদেরকে খেলাধুলা অন্তভুক্ত করায় এম.ভি.সি সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিং এর প্রধান কোচ শিশির মাহমুদ, অন্যারা হলেন আজাদ, সোহেল,ছোটন দাস প্রমুখ।

Facebook Comments Box