দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ৭

(Last Updated On: )

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আক্তার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেলসহ আরো ৭ জন আহত হন। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের নদীপাড়া এলাকায় ভাংড়ি দোকানে এক শিশু প্লাস্টিকের বোতল নষ্ট নষ্ট করছিল।

এ সময় দোকানের মালিক দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সজিব হোসেনকে পিটিয়ে জখম করে কয়েকজন যুবক। পরে এ বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকজনকে সাথে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল। সেখানে প্রথমে বাকবিতান্ডা ও পরে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৮ জন আহত হয়। এদের মধ্যে তিনজনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মারা যান। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে ফেলে রাখা দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। এছাড়া সংঘর্ষে আহত আক্তার হোসেন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।

Facebook Comments Box