অধ্যক্ষ নজরুল ইসলামের কবরে চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা :

(Last Updated On: )

চরফ্যাসনের গোলাপফুল, দক্ষিণ বাংলার সিংহ পুরুষ,বিশিষ্ট শিক্ষাবিদ,চরফ্যাসন সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক সাংসদ মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি মেহেদী হাসান সোহাগ এবং সাধারন সম্পাদক এনামুল আহসান আশিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির নেতারা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলামের আদর্শ ও দর্শন চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে সবসময়। নেতারা আরো বলেন, চরফ্যাশন-মনপুরার সংসদ সদস্য ও যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের হাতকে আরো শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ কাজ করে যাবে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box