আজমান বিএনপি ও সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর পার হলেও পরাধীনতার গ্লানি নিয়ে দিনাতিপাত করছে বাংলাদেশের মানুষ, মহান বিজয় দিবসের মাসে স্বাধীনতার স্বপক্ষের লোকদের একত্রিত হয়ে বাক স্বাধীনতা ফেরানোর আন্দোলনে সকলের ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আন্দোলন করতে হবে বলে বলেন বক্তারা।

সংযুক্ত আরব আমিরাতের আজমান বিএনপি ও সেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় একটি হোটেল হল রুমে বাংলাদেশের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন এর সভাপতিত্বে ও আজমান সেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায়, আজমান সেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মাহমুদ আলম সজলের কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, প্রধান বক্তা আরব আমিরাত বিএনপির সহ-সাধারণ সম্পাদক ছোলায়মান।

আরও উপস্থিত ছিলেন উম্মল কুইন বিএনপির আব্দুল্লাহ ফারুক, আরব আমিরাত বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শামছুন নাহার স্বপ্না, আজমান বিএনপির সহ-সভপতি মোঃ ইউনুস, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক কিরন ইসলাম, দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবল হক, শারজাহ যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, আজমান সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি সালাউদ্দিন রনি, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন উজ্জল, সহ বিভিন্ন প্রদেশ থেকে আগত বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতৃ বৃন্দ।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box