আরো একটি গণ-অভ্যুত্থান সৃষ্টি করতে হবে

সবারবাংলা প্রতিবেদক

(Last Updated On: )

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের কাছে বর্তমান সরকারের কোনো জবাবদিহি না থাকায় চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম অনেক বেড়েছে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও ডাকসুর সাবেক এজিএস ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ঢাকাস্থ চরফ্যাশন মনপুরা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম (রফিক) প্রমূখ।

সিন্ডিকেট করে জিনিসপত্র আমদানি করে ঘরে রেখে দাম বৃদ্ধি করে লুটপাট ও দুর্নীতি করা হচ্ছে উল্লেখ করে আমান আরো বলেন, এ থেকে জনগণকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক ও জবাবদিহি সরকার দরকার। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নব্বইয়ের চেতনায় আরো একটি গণ-অভ্যুত্থান সৃষ্টি করতে হবে।

বিজয় আমাদের সন্নিকটে জানিয়ে তিনি আরো বলেন, তাই এই অবৈধ সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। জনগণের ভোটের অধিকার কায়েম করে ঘরে ফিরব। তিনি আরো বলেন, পার্লামেন্ট থেকে এমপিদের জনগণ বের করে নিয়ে আসবে কিছুদিনের মধ্যেই। ভোটারবিহীন এমপিরা মন্ত্রী হয়েছেন, তাদেরকে সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে দেশের জনগণ।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box