রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণ শেষে মেম্বার প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ নেতা এনামুল হককে মারপিট করেছেন। রোববার ভোটগ্রহণ শেষে আড়ানী ইউনিয়নের ঝিনা ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। তারপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছিল। এ সময় আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক দাঁড়িয়ে ছিলেন।
মেম্বার প্রার্থী আতিকুর রহমানের ফলাফল বিপর্যয় হয়। সঙ্গে সঙ্গে তারা এনামুল হকের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০১ জন। মেম্বার হিসেবে বিজয়ী হয়েছেন কালাম মণ্ডল।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ভোটের ফলাফলের সময় মারপিটের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সবারবাংলা/এসাআই