ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী গ্রেফতার

(Last Updated On: )

বগুড়ায় ইয়াবা দিয়ে এক নারীকে ফাঁসাতে গিয়ে থানা থেকেই গ্রেফতার হয়েছেন আফরোজা বেগম রাখি (৩৪) নামের এক মাদক কারবারী। তবে এঘটনায় পার পেয়ে গেছেন চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবল আলাল ও তার এক সহযোগী।

সোমবার (১১ এপ্রিল) রাতে গ্রেফতারকৃত রাখির নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রাখি জহুরুলনগর ব্যাংক পাড়ার ফয়সালের স্ত্রী।

ভুক্তভোগী ওই নারী জানান, তিনি স্বামী ও এক সন্তান নিয়ে বগুড়া শহরের জহুরুলনগর উকিলপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করেন। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি সন্তানকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরেন।

এসময় তার স্বামী বাহিরে কর্মস্থলে ছিলেন। কিছুক্ষনের মধ্যেই দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ করে বলে আপনার বাসায় ইয়াবা আছে। আপনি ইয়াবা বিক্রি করেন। বাসায় আপনার স্বামী নাই একারনে মহিলা ডেকে এনে তল্লাশী করবো। এরপর তারাই ডেকে আনেন রাখিকে। রাখি বিছানার তোষকের নীচ থেকে একটি কাগজের পোটলা বের করে বলে এখানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

এরপর তারা ওই নারীর স্বামীকে ফোন করে জানায় আপনার স্ত্রীর কাছে ইয়াবা পাওয়া গেছে। এক লাখ টাকা দিলে ছেড়ে দিব,অন্যথায় থানায় নিয়ে যাব। স্বামী তাদের কথা বিশ্বাস করে বাসায় না আসলে ওই নারী দুপুরের দিকে তার মা,বোন ও ভগ্নিপতিকে ডেকে আনে। এরপর শুরু হয় দেনদরবার।এর মধ্যে তারা ওই নারীকে জোর করে স্বিকারোক্তি আদায় করে মোবাইল ফোনে ভিডিও ধারন করে রাখেন।

ওই নারীর ভগ্নিপতি ১০ হাজার টাকার বেশী দিতে অপারগতা প্রকাশ করলে বিকেল সাড়ে ৪টার দিকে চাকরিচ্যুত ওই পুলিশ কনস্টেবল পুলিশে খবর দিয়ে সেখান থেকে সটকে পড়েন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই নারী এবং রাখিকে থানায় নিয়ে আসে। রাতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা দুই জনকেই পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে যায় প্রকৃত ঘটনা। তখন থানা থেকেই গ্রেফতার করা হয় রাখিকে।

এদিকে অনুসন্ধানে জানাযায়, পুলিশ পরিচয় ওই নারীর বাসায় প্রবেশ করা ব্যক্তি চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল আলাল। তিনি বগুড়া শহরের জহুরুলনগর এলাকার বাসিন্দা এবংশিল্প পুলিশ- ৪ কর্মরত ছিলেন। দুই বছর আগে শহরের জহুরুলনগর এলাকায় যুবলীগ নেতা ফিরোজ হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী।

হত্যা মামলায় চার্জশীট ভুক্ত আসামী হওয়ায় সম্প্রতি আলাল চাকরিচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রহীম উদ্দিন।

তিনি জানান, এঘটনায় আলালের সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাকে ঘটনাস্থলে আলালকে পাওয়া যায়নি। গ্রেফতারকৃত রাখি এর আগে ৪০ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।

Facebook Comments Box