কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

(Last Updated On: )

ঠাকুরগাঁওয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মেহেদি (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আরমান (১৫) নামে আরেকজন আহত হয়। বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে কিশোরদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম আতিক।

নিহত মেহেদি ঠাকুরগাঁও রুহিয়া সেনেহারি গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে আহত আরমান শহরের পরিশোধ পাড়ার জুয়েল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক জানান, আনুমানিক রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাফাল্লা শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। সেখান থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে মেহেদির মৃত্যু হয়। অন্যদিকে আহত আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হলেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিআইডি ও পিবিআই রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।

নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন ডেকে নিয়ে যায় তাকে। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।

আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

সবারবাংলা/এসাআই

Facebook Comments Box