নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া (২২) নামে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। তিনি তার দুই বোনকে নিয়ে ওই এলাকায় ভাড়া থেকে মানুষের বাসাবাড়িতে কাজ করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, কেউ তাকে হত্যা করেছে। তবে কে বা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি।
আমরা তদন্ত করছি। হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সবারবাংলা/এসআই
Facebook Comments Box