চরফ্যাশনে এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবি

নাদিম হোসেন খানঁ, (চরফ্যাশন-দুলারহাট)

(Last Updated On: )

চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা এওয়াজপুর ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মানবন্ধন করা হয়েছে। সকাল ১১টায় পানিরকল(রুপনগর) বাজারে চরফ্যাশন দক্ষিন আইচা হাইওয়ে রোডে ছাত্রলীগের একাংশ বিক্ষুদ্ব নেতাকর্মীরা এ মানববন্ধর করে।

মানববন্ধনে অংশগ্রহনকারীদের হাতে ফেষ্টুনে লিখে রাতের আধারে অর্থের বিনীময়ে ছাত্রলীগের কমিটি মানিনা এবং মানবো না । মানববন্ধন শুরুর আগে এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ইউনিয়নের ছাত্রলীগের ত্যাগি পদ বঞ্চিত কর্মীরা পানিরকল বাজারে আসেন। নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, আতিকুর রহমান শিবলু,নোমান সালমান,মন্জু, রুবেল হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতা কর্মীরা বক্তব্যতে বলেন ১৮ ডিসেম্ভর রাতের আধারে এওয়াজপুর ইউনয়ন ছাত্রলীগের ১৬ সদস্যর কমিটি একটি তালিকা ফেসবুকের পোষ্টের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি ঘোষনা করেন। এতে এতদিনের ত্যাগী কর্মীরা পদ বঞ্চিত। আরো বলেন তাদের আহবান জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এই বিতর্কিত কমিটিকে বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে ত্যাগীদের মুল্যায়ন করে নতুন কমিটি ঘোষনা করবেন

সবারবাংলা/এসাআই

Facebook Comments Box