চরফ্যাশনে জমি জমা বিরোধে প্রবাসীর স্ত্রীর শীলতাহানি গৃহ ভাংচুর

চরফ্যাশন( ভোলা) সংবাদদাতা :

(Last Updated On: )

চরফ্যাশনের হাজারীগন্জ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে জমি জমা বিরোধে ওমান প্রবাসী মো: বিল্লালের স্ত্রীর শীলতাহানি ও গৃহ ভাংচুর অভিযোগ পাওয়া গেছে একই এলাকার চেয়ারম্যান বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) হযরত আলী (৩৫)তার ভাই জয়নাল আবেদীন( ৪৫), সাবের (৩০)ও ভাতিজা হাসনাইন (২০) বিরুদ্ধে।

ভুক্তভোগী ও সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রবাসী বিল্লালের বাবার জমি কৌশলে বিডিএফ জরিপে তার চাচা ইসলাম মাঝি রেকর্ড করে নেন। বিষয়টি জানতে পেরে বিল্লালের পিতা কলিমুল্লাহ চলমান ৩০ ধারায় আপত্তি দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসলাম মাঝির ছেলেরা কলিমুল্লার ছেলে প্রবাসী বিল্লালের স্ত্রী ও ছেলেকে অকাথ্য ভাষায় গালমন্দ করার পাশাপাশশি গৃহ ভাংচুর করার হুমকি দেন। কেন গালমন্দ করছেন জানতে চাইলে বুধবার ২০ এপ্রিল রাতে প্রবাসীর স্ত্রী( ২৫)কে শীলতাহানি করে ছেলে সজিব( ২০) ও সালা (৩০) কে বেদমপ্রহার করেন ইসলাম মাঝির ছেলে মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত আলীর নেতৃত্বে, তার ভাই ও ভাতিজারা।

এব্যাপারে প্রবাসীর স্ত্রী ওইদিন রাত একটায় শশিভূষণ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল এগারটায় সরেজমিনে তদন্ত করেছেন। তদন্তকারী এসআই সুনিল সাংবাদিককে বলেন, প্রবাসীর স্ত্রীর অভিযোটি তদন্ত করে আইনী ব্যবস্হা নেওয়া হবে।

Facebook Comments Box