চেতনানাশক খাইয়ে গৃহবধূকে ধর্ষণ

(Last Updated On: )

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বামী-শাশুড়ি চিকিৎসার জন্য শহরে গেলে ফাঁকা বাড়িতে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে এক গৃহবধূকে ধর্ষণ করে দুই যুবক। এ অভিযোগ তাদের আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার নওডোবা গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে সুবারুল (৪০) ও একই এলাকার আত্তাব আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।

থানায় মামলা সূত্রে জানা যায়, উপজেলার আওলাই ডাহুরিয়া এলাকায় গত রোববার দুপুরে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি চিকিৎসার জন্য শহরে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সুবারুল ও রুবেল কৌশলে চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি স্বামী ও পরিবার জানার পর গৃহবধূকে হাসপাতালে ভর্তি করান। তার স্বামী ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box