ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহসিন সরকার (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহসিন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিডি ফুডসহ একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির পাশে মোহসিনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা মোহসিনকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Facebook Comments Box















