দুই গারো কিশোরীকে গণধর্ষণ, মূল আসামি গ্রেফতার

(Last Updated On: )

ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল পড়ুয়া আদিবাসী গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামী রিয়াদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৮ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, সম্প্রতি ব্যাপক আলোচিত ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল পড়ুয়া আদিবাসী গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামী রিয়াদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) বেলা ১২ টায় রাজধানীর কারওয়ানাবাজর র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box