সবারবাংলা প্রতিবেদক
দুর্নীতিবাজ ওয়াকফ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফকির মাহমুদ ওয়াকফ এস্টেটের ওয়ারিশগণ ও এলাকাবাসী।
মঙ্গলবার মগবাজারস্থ ওয়াক্ফ প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অবৈধ মোতোয়াল্লী আলমগীর সিদ্দিকসহ দুর্নীতিবাজ টাকা আত্মসাৎকারীদের দ্রুত অপসারণ করতে হবে। এদেরকে স্থানীয় কিছু প্রভাবশালী সব ধরনের সহযোগিতা করছে বলেও অভিযোগ করা হয়।
বক্তারা আরো বলেন, দুর্নীতিবাজ অবৈধ মোতোয়াল্লী আলমগীর সিদ্দিকসহ শীর্ষ কর্মকর্তাদের বিচারের দাবিতে এর আগেও আমরা আন্দোলন করেছিলাম। এ বিষয়ে ধর্ম সচিবের কাছে একটি অভিযোগ করা হলে তদন্ত করা হয়। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে সেই তদন্তের রিপোর্ট আর কার্যকর হয়নি।
এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তারা মোতোয়াল্লী আলমগীর সিদ্দিকের বিরুদ্ধে এতিমদের হক মারা, এস্টেটের জমি অন্যকে দেয়া, পৌরকর না দেয়া, গ্যাস বিল, বিদ্যুত বিল, ধর্মীয় উৎসবসহ নানা জায়গা থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করেন।
সবারবাংলা/এসআই















