নাদিম হোসেন খাঁন (চরফ্যাশন-ভোলা)
(Last Updated On: )চরফ্যাশন ও মনপুরা ভোলা-৪ আসনের এমপি জ্যাকবের মত নেতা শতবর্ষেও জন্মায় না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি ।শনিবার চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে,ব্রজমোহন টাউন হলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ কথা বলেন ।
দুর্যোগ ব্যাবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল উলল্লখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে এবং উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে।
দেশের দরিদ্র জনগোষ্ঠীর নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের দুর্যোগপ্রবণ এলাকার উন্নয়নে যা করার দরকার সরকার তাই করছে। অতি দরিদ্রদের জন্য কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের তালিকা দ্রুত সংশোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিজেদের খাদ্যের চাহিদা মিটিয়ে বিভিন্ন পণ্য আমরা বিদেশে রফতানি করতে পারছি। এ সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি ও জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী প্রমুখ
এরপর প্রতিমন্ত্রী চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের প্রধান সড়কের ভিত্তিপ্রস্থর উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেন।
সবারবাংলা/এসআই