দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬৯২ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৫৩ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৮৯২।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন আর নারী সাতজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের দুইজন। গত এক দিনে রাজশাহী বিভাগের কেউ মারা যায়নি।
সবারবাংলা/এসআই