নেই ডাক্তার-লাইসেন্স, ক্লিনিক সিলগালা

(Last Updated On: )

বরগুনায় বেশ কিছু অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা, দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে তালতলী উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ক্লিনিক সিলগালাসহ দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ক্লিনিক সিলগালাসহ দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা শহরের ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসক না থাকায় ও লাইসেন্স এবং অপারেশন থিয়েটারে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম না থাকার কারণে সিলগালা করা হয়। একইসঙ্গে মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, তালতলী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার এবং বিসমিল্লাহ ড্রাগ হাউসে স্যাম্পল ওষুধ ও ড্রাগ রেজিস্ট্রেশন মেয়াদ না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পল্লী চিকিৎসক মহসীন রেজার কাগজপত্র জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানাসহ চেম্বারটি সিলগালা করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি হাসপাতালে চিকিৎসক, পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ উপায়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box