বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

(Last Updated On: )

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৯ জানুয়ারি) ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে রাত ৯টায় ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৬৩১ নম্বর সাততলা একটি ভবনের সপ্তম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box