নাদিম হোসেন খাঁন, (চরফ্যাশন-ভোলা)
বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক গৌরবময় পথ চলার ৩২ পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন করা হয়েছে। শনিবার চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়।
ভোরের ডাক চরফ্যাসন প্রতিনিধি নাদিম হোসেন খানের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন পৌর মেয়র মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়ছার আহমেদ দুলাল, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন বসাক, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, প্রেসক্লাব সহসভাপতি আবু সিদ্দিক,আমির হোসেন,মাইনুদ্দিন জমাদার, এ আর সোহেব চৌধুরী, ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার সদস্য ও ভোরের ডাক পাঠক বৃন্দ।
এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে আলোচনা সভার বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শুরু হয়েছিল ভোরের ডাকের যাত্রা। সেই চেতনা লালনে আজো অবিচল সংগ্রাম করছে পত্রিকাটি। নানা অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান, দেশের স্বার্থ ও সমৃদ্ধির পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে ভোরের ডাক এখনো আলাদা মর্যাদা রয়েছে। ভোরের ডাক দীর্ঘ পথচলায় সম্পাদক কে এম বেলায়েত হোসেনের ভূমিকার প্রশংসা করেন বক্তারা।















