বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

(Last Updated On: )

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসে কমার পর আবারো বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। চলতি (জুলাই-মার্চ) অর্থবছরের নয় মাসে ১৫ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ এক মাস আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় ৩ এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ৩০ বিলিয়ন হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করার পরে গেল ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ৮৯ বিলিয়নে নেমে আসে। এটি গত এক বছরের মধ্যে দেশে সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। অথচ ছয় মাস আগেও ১০ মাসের আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ ছিল।

Facebook Comments Box