ভাষা দিবসে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

অমর ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর মতামতের ভিত্তিতে ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ ও স্বাধীন বাংলাদেশে তাদের অবদান সম্পর্কিত এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন আকবর লিমন, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিল হোসেন তালুকদার সহ-সভাপতি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখার, সভাপতি মোসাঃ রোকেয়া সুলতানা ও সঞ্চালনা করেন, সাদারণ সম্পাদক কাজী রুমা। সভায় আরও উপস্থিত ছিলেন -যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ মনির হোসেন মনির, রিফাত রোকসানা(সুবর্ণা), মোঃ কামরুজ্জামান ফোরকান, দপ্তর সম্পাদক- মোঃ মহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- মোঃ বাদল গাজী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক- দিলুফা ইয়াসমিন দিলা, পরিকল্পনাবিষয়ক সম্পাদক- আলামিন রেদোয়ান, জাতীয় আইন কলেজের রোজানা শহিদসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box